1.2k বার ভিউ
"ইসলাম ধর্ম" বিভাগে করেছেন

পারসনালি (ব্যক্তিগতভাবে) আমি একজন ট্রেইনার (প্রশিক্ষক)। এমতাবস্থায় মেয়ে স্টুডেন্ট পড়াতে হয়। আমি অবিবাহিত। আমার মেয়ে স্টুডেন্ট পড়ানো ঠিক কি না, কুরআন-হাদিসের আলোকে বলবেন কি?

image

1 উত্তর

1 টি পছন্দ 0 জনের অপছন্দ
করেছেন
 
সর্বোত্তম উত্তর

সেখানে যদি ছেলে এবং মেয়ে থাকে এবং ক্লাসে যদি মেয়েরা শালীনতা এবং পর্দার মাধ্যমে আসে, তাহলে পড়াতে পারবেন, পড়াতে কোনো আপত্তি নেই। বাকি যদি শুধু মেয়েদের প্রোগ্রাম হয় এবং সেটা যদি শালীন ও পর্দার মাঝে না আসে, তাহলে আপনাকে এ চাকরি পরিহার করতে হবে, বর্জন করতে হবে। যেহেতু এটি শরিয়াহ অনুমোদিত বিষয় নয়। সে ক্ষেত্রে আপনাকে সতর্কতা অবলম্বন করতে হবে। আর আপনি একজন অবিবাহিত, মানে সেখানে যেকোনো ধরনের একটা ফেতনা আসার সম্ভাবনা রয়েছে। কিন্তু যদি আপনি দেখেন যে ছেলেমেয়েদের ক্লাস এবং মেয়েরা, ছেলেরা আছে, কিন্তু ভিন্ন ভিন্ন ভাবে থাকে। সেখানে এ ধরনের কোনো আশঙ্কা থাকে না। আসলে ক্লাসরুম তো আশঙ্কার বিষয় না, স্বাভাবিক বিষয়। সে ক্ষেত্রে তারা যদি মানে মেয়েরা  স্বাধীনভাবে পর্দার সাথে আসে,তাহলে পড়াতে কোনো আপত্তি নেই।

আপনার বিভিন্ন সমস্যার সমাধান বা অজানা উত্তরের জন্য বিনামূল্যে আমাদের প্রশ্ন করতে পারবেন। প্রশ্ন করতে দয়া করে প্রবেশ, কিংবা নিবন্ধন করুন।

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

9.6k টি প্রশ্ন

7.5k টি উত্তর

250 টি মন্তব্য

1.2k জন সদস্য

প্রশ্ন করুন
ক্যোয়ারী অ্যানসারস এ সুস্বাগতম, এখানে আপনি আপনার প্রশ্ন করার পাশাপাশি অন্যদের প্রশ্নে উত্তর প্রদান করে অবদান রাখতে পারেন, বিভিন্ন সমস্যার সমাধানের জন্য সবথেকে বড় এবং উন্মুক্ত তথ্যভাণ্ডার গড়ে তোলার কাজে।

বিভাগসমূহ

ক্যোয়ারী অ্যানসারস এ প্রকাশিত সকল প্রশ্ন বা উত্তরের দায়ভার একান্তই ব্যবহারকারীর নিজের, কোনভাবেই ক্যোয়ারী অ্যানসারস দায়বদ্ধ নয়।
...