ইসলামী শরীয়তের উৎসঃ ইসলামের শরিয়ত, আক্বীদা, আহকামসমূহ খোদা প্রদত্ত ওহী কোরআন ও হাদিস থেকে উৎসারিত। এ দুটো ইসলামের মূল উৎস। এদুটো থেকেই শরিয়তের বিধিবিধান, আক্বীদা ও অন্যান্য আহকাম নেয়া হয়। এবং ইজমা ও কিয়াস ও অন্তরভুক্ত ।
ইসলামী শরীয়তের উৎস ৪টি। যথাঃ-
- ১। কোরআন
- ২। হাদিস
- ৩। ইজমা
- ৪। কিয়াস।