এলপিজি গ্যাস মূলত তরলীকৃত প্রপেন ও বিউটেন। প্রাকৃতিক গ্যাস ফিল্ড থেকে আহরিত অথবা অশোধিত পেট্রোলিয়াম শোধনের সময় ক্র্যাকিং প্রক্রিয়ায় উৎপন্ন প্রোপেন ও বিউটেন মিশ্রণকে শুষ্ক করে ১৫° C উষ্ণতায় ১.৬- ১.৭ বায়ুচাপে তরলীভূত করা হয়।এ তরলীভূত মিশ্রণকে সিলিন্ডারে ভর্তি করে গৃহস্থালি ,শিল্প ও যানবাহনের জ্বালানি হিসেবে ব্যাবহারের জন্য সরবরাহ করা হয়।সিলিন্ডারেে ভরার সময় উৎকট গন্ধযুক্ত মিথাইল বা ইথাইল ম্যারক্যাপটান মিশ্রিত করা হয় যাতে সিলিন্ডার লিকেজ হলে গন্ধ থেকে তা বোঝা যায়।