3.2k বার ভিউ
"ইসলাম ধর্ম" বিভাগে করেছেন

আমি দেশের বাইরে থাকি আর এই কারনে আমার সাথে অনেক হিন্দু ছেলে থাকে এখন আমার প্রশ্ন হলো আমি কি তাদের সাথে এক সাথে খাওয়া দাওয়া করতে পারবো ? এই বিষয ইসলাম কি বলছে ?

2 উত্তর

1 টি পছন্দ 0 জনের অপছন্দ
করেছেন
সকল প্রশংসা একমাত্র আল্লাহ্‌র জন্য।

কাফেরদের সাথে বন্ধুত করা নিষিদ্ধ। আল্লাহ্‌ সুবহানা ওয়াতায়ালা কুরআনে বলছেন:

তুমি (ও মুহাম্মদ সাল্লাল্লাহু’আলাইহী’ওয়াসাল্লাম) আল্লাহ্‌তে ও পরকালে বিশ্বাস করে এমন কোনো জাতি পাবে না, যারা বন্ধুত্ব করে তাদের সঙ্গে যারা আল্লাহ্ ও তাঁর রাসূলের বিরুদ্ধাচরণ করে। হোক না কেন তারা তাদের পিতা অথবা তাদের সন্তান-সন্ততি অথবা তাদের ভাই অথবা তাদের আত্মীয়-স্বজন…[সূরা ৫৮, আয়াত ২২]

তবে তার অর্থ এই নয় যে, একজন মুসলিম, অমুসলিমের সাথে খারাপ ব্যাবহার করবে। বরং বন্ধুত সুলভ আচরন না করে, তাদের সাধারন মানুষের মত দেখবে এবং তাদের অধিকারের দিকে খেয়াল রাখবে, তাদের সাথে প্রতারনা করবে না, তাদের আঘাত করবে না। এই সর্ত শুধু তাদের সাথে প্রযোজ্য যাদের সাথে আমরা যুদ্ধে লিপ্ত নই এবং তাদের সাথে আমাদের চুক্তি আছে, আমাদের মুসলিম দেশে বসবাসের ক্ষেত্রে।

বিশেষ ক্ষেত্রে, অমুসলিম যদি হালাল কিছু, হালাল উপায়ে রান্না করে তবে তা খাওয়া যাবে। তবে তার ব্যাবহার কৃত থালা-বাসন পরিষ্কার করে নিতে হবে।

তাদের (কাফেরদের) থালা-বাসনে খয়েও না, যদি তুমি কোন উপায় খুজে না পাও, তবে তা পরিষ্কার কর এবং তাতে খাও…[বুখারী, মুসলিম]

আল্লাহ্‌ আমাদের সফলতা দান করুন, সালাম ও দরূদ বর্ষিত হোক আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু’আলাইহী’ওয়াসাল্লাম এর উপর, তার পরিবার এবং সাথীদের উপর।


0 পছন্দ 0 জনের অপছন্দ
করেছেন

আপনার ক্ষেত্রে করনীয় হচ্ছে, সেই হিন্দুর সাথে একত্রে বসবাস না করা, এর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিন। আর যদি আপনার কোন উপায় না থাকে, তা হলে আলাদা ভাবে থালা-বাসন ব্যবহার করুন।

আপনার বিভিন্ন সমস্যার সমাধান বা অজানা উত্তরের জন্য বিনামূল্যে আমাদের প্রশ্ন করতে পারবেন। প্রশ্ন করতে দয়া করে প্রবেশ, কিংবা নিবন্ধন করুন।

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

9.6k টি প্রশ্ন

7.5k টি উত্তর

250 টি মন্তব্য

1.2k জন সদস্য

প্রশ্ন করুন
ক্যোয়ারী অ্যানসারস এ সুস্বাগতম, এখানে আপনি আপনার প্রশ্ন করার পাশাপাশি অন্যদের প্রশ্নে উত্তর প্রদান করে অবদান রাখতে পারেন, বিভিন্ন সমস্যার সমাধানের জন্য সবথেকে বড় এবং উন্মুক্ত তথ্যভাণ্ডার গড়ে তোলার কাজে।

বিভাগসমূহ

ক্যোয়ারী অ্যানসারস এ প্রকাশিত সকল প্রশ্ন বা উত্তরের দায়ভার একান্তই ব্যবহারকারীর নিজের, কোনভাবেই ক্যোয়ারী অ্যানসারস দায়বদ্ধ নয়।
...