আপনি যদি স্মার্টফোন ব্যবহার করে থাকেন তাহলে আপনি ইন্টারনেটে অনেক অ্যাপ পাবেন যেগুলো দিয়ে আপনি কল ব্লক করতে পারবেন। Android phone এর জন্য একটা app নাম Call blocker ব্যবহার করতে পারেন। এটা আপনি ইন্টারনেট থেকে silver বা gold version ডাউনলোড করে ইন্সটল করে নিতে পারেন। এই অ্যাপটি দিয়ে আপনি সব unknown user call ব্লক করতে পারবেন। এছাড়াও আরো অনেক application আছে যেগুলো দিয়েও বিরক্তিকর ফোনকল থেকে রক্ষা পেতে পারেন। এরপরও যদি সমস্যঅর সমাধান না হয় তাহলে আপনি আপনার নম্বরটি পরিবর্তন করতে পারেন।
ধন্যবাদ