আমার বয়স ২৬ বছর। আমি একজন মেয়ে এবং আবিবাহিত। আমার সমস্যা হলো আমি দিন দিন অস্বাভাবিক ভাবে মোটা হয়ে যাচ্ছি। আমি পাঁচ ফুট লম্বা কিন্তু ওজন ৮০ কেজি। আমি কত যে ডায়েট করছি তারপরও ওজন কমছে না। দয়া করে ওজন কমার কোনো ওষুধের নাম বলতে পারেন? আমি কোন ধরনের ডাক্তারের কাছে যাব ?