হঠাৎ নাক দিয়ে রক্তপাত ঘটলে নাক চেপে ধরে ১০ মিনিটের মতো বসে থাকুন। এরপরও নাকের রক্ত পড়া বন্ধ না হলে একটুখানি টিস্যু বা গজ নিন। টিস্যু বা গজের টুকরোটি মুখের ভেতরের উপরের অংশে নাকের ঠিক নিচে জিহ্বার সাহায্যে চাপ দিয়ে ধরে রাখুন। প্রায় ৫-১০ মিনিট এভাবে ধরে রাখুন। নাকের সামনের অংশে আইসব্যাগ ধরে রাখুন। এ ছাড়াও নাক দিয়ে রক্তপাত বন্ধে কিছু ঘরোয়া পদ্ধতিইও ব্যবহৃত হয়ে থাকে। যেমনঃ এক টুকরা পেঁয়াজ স্লাইস করে করে কেটে নাকের নিচে নিয়ে এর গন্ধ নিন, রক্ত পড়া বন্ধ হয়ে যাবে। প্রয়োজনে পেঁয়াজের দুই-তিন ফোঁটা রস নাকে দিতে পারেন। এছাড়াও অ্যাপেল সাইডার ভিনেগার শুঁকে এবং তুলসী পাতার রস নাকে দিয়েও নাকের রক্তপাত বন্ধ করতে পারেন। বিস্তারিত জানতে নিচের লিঙ্কদুটি পড়তে পারেন। ধন্যবাদ।
১) নাক দিয়ে রক্ত পড়ার সমস্যায় যা করবেন... http://www.priyo.com/2015/02/05/131685.html
২) নাক দিয়ে রক্ত পড়ছে? জেনে নিন তাৎক্ষণিক রক্ত পড়া বন্ধের সহজ সমাধান http://www.priyo.com/2015/03/17/138670-%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%95-%E0%A...
9.6k টি প্রশ্ন
7.5k টি উত্তর
250 টি মন্তব্য
1.1k জন সদস্য