দাঁতের ফাঁকা যদি অল্প থাকে তাহলে কনজারভেটিভ মেথড এ চিকিৎসা করে ঠিক করা সম্ভব (composite build up)। আর যদি বেশি থাকে তাহলে orthodontic method এ যেতে হবে (braces and bracket)। আসলে দাঁতের অবস্থান না দেখে বলা সম্ভব না আপনার কোনটা লাগবে। তাই দ্রুত একজন দাঁতের ডাক্তারের শরণাপন্ন হোন। ধন্যবাদ।