এই অনুষ্ঠান পুরোটাই দাওয়াতের কাজ। সুতরাং এই অনুষ্ঠানের জন্য যদি কেউ লোকদের উদ্বুদ্ধ করেন অথবা এই অনুষ্ঠান ভিডিও করে যদি লোকদের দেখান, এটাও দাওয়াতের কাজ এবং সর্বোচ্চ দাওয়াতের কাজ। কারণ, মানুষের সবচেয়ে বড় প্রয়োজন হলো জ্ঞান অর্জন করা। আর জ্ঞানের অভাবের কারণেই তো মানুষ প্রশ্ন করে। অন্যথায়, এই প্রশ্নের গুরুত্ব অনেক বেশি। কারণ, প্রত্যেক ব্যক্তিই তাঁর কী প্রয়োজন রয়েছে, সে অনুযায়ী প্রশ্ন করছেন। তাই এই জ্ঞানে যদি তিনি সমৃদ্ধ হতে পারেন, তাহলে তাঁর আমলেও পরিবর্তন আসবে, তাঁর আকিদার মধ্যে পরিবর্তন আসবে, তাঁর নৈতিকতার মধ্যে, খেলাপের মধ্যে, চিন্তাধারার মধ্যে পরিবর্তন আসবে। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ, দাওয়াতের মৌলিক কাজের মধ্যে এটি একটি। সেটা হলো মানুষের প্রয়োজনের তাগিদে যতটুকু দরকার, ততটুকু দেওয়ার জন্য চেষ্টা করা। এমনিতে একটি বিষয় নিয়ে হয়তো আলোচনা করা হলো, কিন্তু সেই বিষয়ে তাঁর বেশি সম্পৃক্ততা নেই। কিন্তু প্রত্যেকটা মানুষের প্রশ্নের যখন আপনি উত্তর দেবেন, তখন মৌলিক একটা প্রয়োজন তাঁর পূরণ করলেন, যেহেতু মানুষের প্রশ্ন, উত্তর দেওয়া, এটি মৌলিক প্রয়োজনের মধ্যে অন্তর্ভুক্ত।